01782445210 Book an appointment

হেলথ ক্লিনিক অফ ফিজিওথেরাপিতে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম — আপনার সুস্থতার দায়িত্ব এখন আমাদের।

আমরা কে

বিএসসি ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে এবং অভিজ্ঞ ডিপ্লোমা ফিজিওথেরাপি টেকনোলজিস্ট দ্বারা পরিচালিত আমাদের সেবা। আমরা রোগের মূল কারণ নির্ণয় করে আপনাকে দিই সর্বোত্তম ও প্রমাণভিত্তিক চিকিৎসা।

কেন আপনার আমাদের কাছ থেকে অকুপেশন থেরাপি নেওয়া প্রয়োজন…?

💥অকুপেশন ফিজিওথেরাপি বলতে কি বুঝায়ঃ
অকুপেশন থেরাপিতে অ্যাডাপটিভ ইকুপমেন্ট এর মাধ্যমে স্বনির্ভরতা অর্জন 
শারীরিক অক্ষমতা মানুষের দৈনন্দিন কাজগুলো যেমন খাবার খাওয়া গোসল করা কাপর পরিধান করা উৎপাদন মুখী ও বিনোদন মুখেই কাজগুলোতে অংশগ্রহণ করা ইত্যাদি)যথাসময়ে নিজে নিজে সম্পাদনের জন্য সহায়ক হিসেবে যে উপকরণ সমূহ ব্যবহার করা হয়  সেগুলোকে অ্যাডাপটিভ ইকুপমেন্ট বলে। স্বনির্ভরতা অর্জনের জন্য অকুপেশন থেরাপি চিকিৎসায় এডাপটিভ ইকুপমেন্ট এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে। 
অ্যাডাপটিভ ইকুইপমেন্ট এর ব্যবহারের উদ্দেশ্য সমূহঃ
১.শারীরিক অক্ষমতা ব্যক্তি কে তার সামর্থ্য অনুযায়ী দৈনিদিন কাজে যথা সম্ভব স্বনির্ভর করা।
২.শারীরিক অক্ষমতা ব্যক্তি কে তার সামর্থ্য অনুযায়ী পূর্বের পেশায় যথা সম্ভব ফিরিয়ে নিয়ে যেতে চেষ্টা করা।
৩.শারীরিক অক্ষমতা ব্যক্তিকে পূর্বের পেশায় ফিরিয়ে নেয়া সম্ভব না হলে সামর্থ্য অনুযায়ী নতুন পেশায় নিয়োজিত করা। 
৪.শারীরিক অক্ষমতা ব্যক্তির পরিবেশের সাথে খাপ খাওয়ার সামর্থ্যকে বৃদ্ধি করে তার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতিতে সহায়তা করা। 
৫.শারীরিক অক্ষমতা সম্পন্ন ব্যক্তির সামাজিক মর্যাদা বৃদ্ধি করা। 
অকুপেশন থেরাপির চিকিৎসায় যে সকল রোগসমূহের জন্য এডাপটিভ ইকুপমেন্ট প্রয়োজনঃ
স্ট্রোক, সেরিব্রাল ফালসি স্পাইনাল কর্ড ইনজুরি, হেড ইনজুরি, অস্টোআর্থরাইটিস,রেমেটেড আর্থারাইটিস মাসকুলার ডেস্ট্রোফি। 
মোটর নিউরন ডিজিজ, গুলিয়ান বারী সিনড্রোম।


.